মুসলিম বিশ্বআরও »
ওমরাহযাত্রীসহ আন্তর্জাতিক ফ্লাইটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা ‘সৌদিয়া’। এই অফারটি যাওয়া-আসা ও ট্রানজিট উভয় ফ্লাইটের জন্যই প্রযোজ্য হবে। খালিজ টাইমস-এর প্রতিবেদন অনুসারে, এই ছাড়ের সুবিধা বিজনেস (ব্যবসায়িক) ও গেস্ট (সাধারণ যাত্রী) উভয় শ্রেণিই পাবে। যাত্রীরা সৌদিয়া’র অফিশিয়াল ওয়েবসাইট (https://www.saudia.com), মোবাইল অ্যাপ ও বিক্রয় অফিসসহ সকল ডিজিটাল মাধ্যমে টিকিট কাটতে পারবে। আগস্টের ১৭ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই অফার কার্যকর থাকবে এবং ভ্রমণ করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে। এই অফারে ট্রানজিট ফ্লাইটের টিকিট বুক করা যাত্রীরা সৌদি আরবের ডিজিটাল ‘স্টপওভার ভিসা’র সুবিধাও নিতে পারবেন, যা স্বয়ংক্রিয়ভাবে টিকিটের সাথে যুক্ত থাকবে। এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ৯৬ ঘণ্টা পর্যন্ত থাকতে পারবেন, যা তাদের ওমরাহ পালন এবং দেশটি ঘুরে দেখার সুযোগ করে দেবে। চারটি মহাদেশের ১০০টিরও বেশি গন্তব্যে সৌদিয়া এয়ারলাইন্সের সেবা চালু আছে। নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে সংস্থাটি বর্তমানে ১৪৯টি উড়োজাহাজের একটি বহর পরিচালনা করছে।


ধর্ম-দর্শনআরও »
সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ বুধবার ঘোষণা করেছে, ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস মহররম আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। এই ঘোষণা আসে আজ বুধবার সন্ধ্যায় সৌদি আরবে মহররমের চাঁদ দেখা যাওয়ার পর। চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে ইসলামিক নতুন বর্ষ ১৪৪৭ সালের সূচনা হলো, যা মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের পর থেকে গণনা করা হয়। মহররম হিজরি সনের প্রথম মাস এবং এটি ইসলাম ধর্মানুসারে সম্মানিত মাসগুলোর মধ্যে একটি। এই মাসের ১০ তারিখকে বলা হয় আশুরা, যা মুসলিম বিশ্বে একটি শোকাবহ দিন হিসেবে পালিত হয়।

স্বাস্থ্যআরও »
বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স সংক্রমণকে বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক জরুরি সতর্কতা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল শনিবার ডব্লিউএইচওর জরুরি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ ঘোষণা দেন সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। মাঙ্কিপক্স সংক্রমণের পেছনে রয়েছে মাঙ্কিপক্স নামের ভাইরাস। এটি স্মলপক্স ভাইরাস শ্রেণির। করোনা মহামারির প্রাদুর্ভাবের মধ্যেই উত্তর আমেরিকা, ইউরোপসহ বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্সের উল্লেখযোগ্যসংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৭৫ দেশে ১৬ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন ডব্লিউএইচওর প্রধান। তিনি বলেন, ‘মাঙ্কিপক্সের সংক্রমণকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্যসতর্কতা হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। এটি সারা বিশ্বের জন্য উদ্বেগের।’ বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক জরুরি সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা। এই মুহূর্তে করোনা ও পোলিও নির্মূল করার চলমান প্রচেষ্টার ক্ষেত্রেও সংস্থাটির একই সতর্কতা জারি রয়েছে। উল্লেখ্য, এই ভাইরাসটি কিভাবে একে-অন্যের মধ্যে ছড়িয়ে পড়ছে ত নিয়েও রয়েছে নানা মত। তবে বিশ্বে এখন পর্যন্ত এ বিষয়ে হওয়া সবচেয়ে বড় গবেষণা অনুসারে, মাঙ্কিপক্সের ৯৫ শতাংশ সংক্রমণ ছড়িয়েছে যৌন ক্রিয়াকলাপের মাধ্যমে। এতে যৌনাঙ্গে একক ক্ষতের মতো নতুন ক্লিনিকাল লক্ষণগুলোর কথাও উল্লেখ করা হয়েছে। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে গবেষণাটি প্রকাশিত হয়। মূলত মাঙ্কিপক্স নিয়ে বিশ্বের সর্ববৃহৎ এই গবেষণাটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা এই প্রাদুর্ভাবেকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসাবে শ্রেণীবদ্ধ করবেন কি না তা নিয়ে বিতর্ক …
গ্যালারীআরও »
ভিডিওআরও »
এই নির্বাচন নতুন বিল্ডিং কোড তৈরির সুযোগ, যতই ঝাঁকুনি আসুক নড়বে না: প্রধান উপদেষ্টা
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান
লন্ডনে ট্রেনের সামনে প্রকাশ্যে প্রস্রাব করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ
Back to top button