জানালা ইউকে’র অর্থায়নে শীতবস্ত্র বিতরণ
তীব্র শীতের মধ্যে চরম কষ্টে থাকা চা-শ্রমিক পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্যে হিলুয়াছড়া চা-বাগানে জানালা ফাউন্ডেশনের উদ্যোগে এবং জানালা ইউকের অর্থায়নে একটি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ৪৬৬টি কম্বল বিতরণ করা হয়, যার মাধ্যমে বাগানের ৪৬৬টি শ্রমিক পরিবার উপকৃত হয়েছে।
প্রতিবছর শীত মৌসুমে চা-বাগানের শ্রমিকরা ন্যূনতম সুযোগ-সুবিধার অভাবে চরম ভোগান্তির শিকার হন। পর্যাপ্ত গরম কাপড়, চিকিৎসা ও মৌলিক সেবার অভাবে তারা অনেকাংশেই অবহেলিত থেকে যান। বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা শীতজনিত নানা সমস্যায় ভোগেন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে জানালা ফাউন্ডেশন ও জানালা ইউকে মানবিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ গ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানালা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং হিলুয়াছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কমিটি সদস্যরা। পঞ্চায়েত কমিটির সভাপতি জনাব মদন গঞ্জু এবং সাধারণ সম্পাদক জনাব সজল বনার্জির নেতৃত্বে কমিটির সদস্য বাবুল মিয়া ও রফিক মিয়া সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে মানব সেবা সমবায় সংঘটন, সিলেট। সংগঠনের সভাপতি জনাব আব্দুল কাদির, সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক এবং সদস্য মোশাররফ উদ্দিন ও জালাল মিয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখেন।
জানালা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হুদা জুনেদ। এছাড়াও সদস্য আবিদ হোসেন, সোহাগ আহমেদ, সায়েম আহমেদ, মো. নওশাদ ও বাপ্পি আহমেদ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় হিলুয়াছড়া চা-বাগান এলাকার সর্বস্তরের মানুষও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জানালা ইউকের অর্থায়নে পরিচালিত এই উদ্যোগ শীতকালে অবহেলিত চা-শ্রমিক পরিবারগুলোর কষ্ট লাঘবে একটি ছোট কিন্তু আন্তরিক প্রচেষ্টা। ভবিষ্যতেও জানালা ফাউন্ডেশন ও জানালা ইউকে সমাজের সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



