যুক্তরাজ্য-বাহরাইন প্রতিরক্ষা চুক্তি, ২ বিলিয়ন পাউন্ডের চুক্তি স্বাক্ষর

লন্ডনে এক রাষ্ট্রীয় সফরের সময় বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল-খলিফা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের উপস্থিতিতে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে দুটি বড় ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত আলোচনার সময় স্বাক্ষরিত হয় স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট অ্যান্ড কল্যাবোরেশন পার্টনারশিপ (SIP2) – যা উভয় দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ককে নতুন কাঠামোতে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই চুক্তির আওতায়, বাহরাইনের বেসরকারি খাত যুক্তরাজ্যের আর্থিক পরিষেবা, প্রযুক্তি, উৎপাদন শিল্প ও কার্বন নিরসন খাতে ২ বিলিয়ন পাউন্ডের (প্রায় ২.৭ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে। চুক্তিটি স্বাক্ষর করেন বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল-খলিফা এবং ব্রিটেনের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস।
দ্বিতীয় চুক্তি ছিল ডিফেন্স কোঅপারেশন অ্যাকর্ড, যা দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও সমন্বয় সক্ষমতা বৃদ্ধি করবে। এটি দুই দেশের দীর্ঘস্থায়ী নৌ-সহযোগিতার ভিত্তির ওপর গঠিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষর করেন বাহরাইনের প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল আব্দুল্লাহ আল-নুয়াইমি এবং ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।
আলোচনায় যুবরাজ সালমান জানান, বাহরাইন ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক ক্রমেই সুদৃঢ় হচ্ছে, যা কিং হামাদ এবং কিং চার্লসের নেতৃত্বে আরও উন্নত হয়েছে। উভয় নেতা যুক্তরাজ্য-জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়েও অগ্রগতির পর্যালোচনা করেন। এছাড়া যুবরাজ বাহরাইনের ও যুক্তরাষ্ট্রের যৌথ আমন্ত্রণে যুক্তরাজ্যের Comprehensive Security Integration and Prosperity Agreement-এ পূর্ণাঙ্গ অংশগ্রহণকে স্বাগত জানান।
আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়েও আলোচনা হয়। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উভয় নেতা এবং অবিলম্বে উত্তেজনা প্রশমনের ও শান্তিপূর্ণ সংলাপে ফেরার আহ্বান জানান।
তারা গাজায় জরুরি যুদ্ধবিরতি, অবাধ মানবিক সহায়তা প্রবেশাধিকার এবং হামাসের হাতে আটক সব বন্দির মুক্তি নিশ্চিত করার জন্য আগের মতই আহ্বান পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী স্টারমার বাহরাইনকে ২০২৬ সালের জানুয়ারি থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং দুই দেশ কূটনৈতিক প্রচেষ্টা আরও সুসংহত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button