সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

‘নেতানিয়াহু ক্ষমতায় থাকার জন্য ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন মন্তব্য করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন, কারণ সেই পথেই তিনি “চিরকাল ক্ষমতায়” থাকতে পারেন বলে মনে করেন। “The Daily Show” অনুষ্ঠানে এক আলোচনায় ক্লিনটন বলেন, “নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছেন, কারণ এভাবেই তিনি অনন্তকাল ক্ষমতায় থাকতে পারেন। গত ২০ বছরে অধিকাংশ সময়ই তিনি ক্ষমতায় রয়েছেন।”
তিনি জানান, বর্তমান ইরান-ইসরায়েল সংঘর্ষ প্রশমিত করতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন এবং নিরীহ বেসামরিক নাগরিকদের “অবিরাম হত্যাকাণ্ড” বন্ধ করার কথা বলেছেন।
ক্লিনটন আরও বলেন, “আমি মনে করি আমাদের এই সংঘর্ষ প্রশমিত করার চেষ্টা করা উচিত, এবং আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন।” তবে ক্লিনটনের মতে, নেতানিয়াহু বা ট্রাম্প কেউই সম্ভবত পুরো অঞ্চলে পূর্ণমাত্রার যুদ্ধ বা বিপর্যয় ঘটাতে চান না।
তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত মধ্যপ্রাচ্যের মিত্রদের পাশে থাকা, তবে একইসঙ্গে সংযম প্রদর্শন করাও গুরুত্বপূর্ণ।
“আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে যে আমরা তাদের পাশে আছি এবং তাদের রক্ষা করার চেষ্টা করব,” বলেন ক্লিনটন।
“কিন্তু এমন অঘোষিত যুদ্ধে জড়িয়ে পড়া, যেখানে প্রধান ভুক্তভোগী হলো নিরীহ সাধারণ মানুষ—যারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত নন, শুধু ভালোভাবে বাঁচতে চান—তা কোনও সঠিক সমাধান নয়।”
বর্তমানে যুক্তরাষ্ট্র সরাসরি ইরান-ইসরায়েল সংঘর্ষে অংশ না নিলেও, তারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ও সামরিক সহায়তার মাধ্যমে তেলআবিবকে সমর্থন দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button