ইরান-ইসরায়েল যুদ্ধ
ইস্তাম্বুলে জরুরি বৈঠকে আরব লিগের শীর্ষ কূটনীতিকরা
শুক্রবার রাতে তুরস্কের ইস্তাম্বুল শহরে এক জরুরি বৈঠকে মিলিত হন আরব লিগভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়, বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু, কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে।
এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয় ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)-র সপ্তাহান্তের সম্মেলনের আগের দিন, যেখানে ইরান-ইসরায়েল যুদ্ধসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পৃথক একটি অধিবেশন নির্ধারিত রয়েছে।
ইসরায়েল ১৩ জুন ভোরে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে, দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। এর জবাবে তেহরানও সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালায়। দুই দেশের মধ্যে এটিই এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৪০ জন শীর্ষস্থানীয় কূটনীতিক এই সপ্তাহান্তের OIC বৈঠকে যোগ দেবেন। সেখানে ইরান-ইসরায়েল সংকট নিয়ে একটি আলাদা অধিবেশনও হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যিনি ইতিমধ্যে জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তিনিও এই বৈঠকে যোগ দেবেন এবং এক বক্তব্য দেবেন বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে শুক্রবার আরাকচি বলেন, “যদি ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা হয়, তাহলে কূটনৈতিক সমাধান আবার বিবেচনায় আনা যেতে পারে।”
আনাদোলু জানায়, আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের বৈঠকের পর একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।