নতুন দিগন্ত উন্মোচন করছে

মসজিদে নববীতে বহুভাষিক ইন্টারঅ্যাকটিভ প্রযুক্তি চালু

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি হজ-পরবর্তী মৌসুমে হাজিদের অভিজ্ঞতা আরও উন্নত করতে একাধিক ডিজিটাল ও মাঠ পর্যায়ের গাইডেন্স সেবা চালু করেছে। এই নতুন উদ্যোগটি পরিচালনা করছে দাওয়াহ ও গাইডেন্স এজেন্সির অধীনস্থ ফিল্ড অ্যাওয়ারনেস বিভাগের সাধারণ প্রশাসন। এর আওতায় মসজিদজুড়ে ইন্টার‌্যাক্টিভ গাইডেন্স স্ক্রিন বসানো হয়েছে, যার মাধ্যমে QR কোড স্ক্যান করে ধর্মীয় বিষয়বস্তু স্মার্টফোনে দেখা বা ডাউনলোড করা যাবে।
এই ধর্মীয় কনটেন্ট ২৩টি আন্তর্জাতিক ভাষায় প্রদান করা হচ্ছে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা সহজেই দিকনির্দেশনা পেতে পারেন।
প্রেসিডেন্সি জানায়, এই সেবা “একটি গুণগত অগ্রগতি”, যা ধর্মীয় দাওয়াহ ও গাইডেন্সকে স্মার্ট অবকাঠামোর সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে মসজিদে নববীকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করছে।
এই প্রকল্পটি এজেন্সির ডিজিটাল রূপান্তর পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হলো স্মার্ট প্রযুক্তি ও বহু-ভাষাভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে ধর্মীয় নির্দেশনা সেবাকে আধুনিকীকরণ করা।
এছাড়া, গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর সাধারণ তত্ত্বাবধায়ক সংস্থা নিরাপত্তা, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় সুসংগঠিত একটি পরিচালন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মাধ্যমে মসজিদের দর্শনার্থীরা বিশেষ করে মসজিদের ঐতিহাসিক আল সালাম গেট এবং আল রাওদাহ আল শরিফা এলাকায় আরামদায়ক ও নিরাপদ পরিবেশে চলাচল করতে পারছেন।
ভিড় ব্যবস্থাপনা দল আল রাওদাহ আল শরিফায় প্রবেশ এবং নবী মুহাম্মদ (সা.) ও তাঁর দুই সাহাবিকে সালাম জানানো সহজ করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। সেখানে সারা দিন জুড়ে সারা বিশ্বের হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে।
মাঠ পর্যায়ের কর্মীরা নির্ধারিত ভিজিট রুটে মোতায়েন রয়েছেন—রিসেপশন ও গ্রুপিং পয়েন্ট থেকে শুরু করে অপেক্ষমাণ এলাকা, অভ্যন্তরীণ প্রবেশপথ পেরিয়ে সরাসরি আল রাওদাহ পর্যন্ত। দর্শনার্থীদের নিয়ম-কানুন বুঝিয়ে দেওয়ার পাশাপাশি অনুবাদ ও দিকনির্দেশনার সেবা প্রদান করা হচ্ছে, যাতে আরবি না জানা মুসল্লিরাও সমস্যাহীনভাবে ইবাদত করতে পারেন।
এই উদ্যোগ সৌদি আরবের জাতীয় কৌশলের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো প্রধান ইসলামিক স্থানগুলোতে হাজিদের সেবাকে ডিজিটালি উন্নত করা এবং পরিচালনার মান আরও কার্যকর করে তোলা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button