আবারও ‘ভিকটিম কার্ড’ খেললেন নেতানিয়াহু
আবারও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘ভিকটিম কার্ড’ খেলেছেন। দাবি করেছেন, হামাস ‘ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করতে’ এবং ‘ইহুদি জনগণকে নিশ্চিহ্ন করে দিতে’ চায়। তার এই মন্তব্য এসেছে সেই সময়ে, যখন যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার মতো পশ্চিমা দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে ‘সম্ভাব্য গণহত্যা’চালানোর অভিযোগ তুলেছে—এমন অভিযোগ যা আরব বিশ্ব থেকে নয়, বরং পশ্চিম থেকেই উঠেছে, যেখানে তথাকথিত ‘আরব জায়নিস্টরা’ আধিপত্য বিস্তার করে। নেতানিয়াহুর এই ‘সহজ সত্য’আদতে একদমই সহজ নয়, এবং এটি সত্যও নয়। এটি মূলত দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা, যেন কেউ প্রশ্ন না তোলে যে রাজনৈতিক জায়নবাদের গোড়াতেই বসে আছে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের ধারণা—এমন একটি ধ্যানধারণা যা উনিশ শতকের শেষ দিকে থিওডর হার্জলের…

Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login