স্টারমারের নাটক: গাজার রক্তের ধারা তাঁর দোরগোড়ায় গিয়ে ঠেকেছে
স্টার্মারের যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো এখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করেই গাজার গণহত্যা নিয়ে ‘সমালোচনা’ করছে—যেমনটা তারা এই হত্যাযজ্ঞের পক্ষে সমর্থন জানিয়ে করেছিল। ১৯ মাস ধরে নিজেদের সরকারের পক্ষ থেকে গাজা নিয়ে বিভ্রান্তিকর তথ্য পেয়ে আসার পর, পশ্চিমা জনগণ এখন আরেকটি ভিন্ন—কিন্তু একইরকম প্রতারণামূলক—বর্ণনার মুখোমুখি হয়েছে। ইসরায়েলের গণহত্যামূলক জাতিগত নিধন প্রক্রিয়া এখন শেষ ধাপে পৌঁছানোর পথে, তাই পশ্চিমা দেশগুলোর গাজা-সংক্রান্ত বক্তব্য তড়িঘড়ি করে বদলে ফেলা হচ্ছে। তবে ভুল করবেন না: এটি একই স্বার্থান্বেষী মিথ্যার জাল। যেন কোনো অদৃশ্য পরিচালকের নির্দেশে, যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা—যুক্তরাষ্ট্রের প্রধান মিত্ররা—এই সপ্তাহে ইসরায়েলবিরোধী নিন্দার কোরাসে গলা মিলিয়েছে। তারা বলেছে, গাজার শেষ অবশিষ্ট অংশ ধ্বংসের ইসরায়েলি…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login



