নেতানিয়াহুর শেষ খেলা: বিচ্ছিন্নতা ও শক্তির মোহভঙ্গ
এক সময় ছিল যখন বেঞ্জামিন নেতানিয়াহু মনে করতেন, সবকিছুই তার নিয়ন্ত্রণে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ তখন নিষ্ক্রিয়, পশ্চিম তীর অপেক্ষাকৃত শান্ত, ইসরায়েলের কূটনৈতিক প্রসার ছিল ব্যাপক, আর মনে হয়েছিলো যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে ইসরায়েলের স্বার্থে বাঁকিয়ে দিতে প্রস্তুত। নিজের দৃষ্টিতে, নেতানিয়াহু গাজাকেও দমন করেছেন—যে অঞ্চলটি দীর্ঘদিন ধরে অবরোধ ভাঙতে ব্যর্থ হলেও প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। ইসরায়েলের ভেতরে, নেতানিয়াহুকে দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে প্রশংসা করা হতো। তিনি কেবল স্থায়িত্বের প্রতিশ্রুতি দেননি, দিয়েছেন অভাবনীয় সমৃদ্ধির স্বপ্নও। এ উপলক্ষে তিনি একটি দৃশ্যমান উপস্থাপনা ব্যবহার করেন: মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র, যাকে তিনি বলেন ‘নতুন মধ্যপ্রাচ্য’। নেতানিয়াহুর দৃষ্টিতে এই ‘নতুন মধ্যপ্রাচ্য’ ছিল একটি সবুজ সংহত অঞ্চল, যেখানে ইসরায়েলের নেতৃত্বে…

Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login