কপটতার অবসান হোক: গণহত্যা বন্ধ করার এখনই সময়
ক্রমবর্ধমান গণহত্যার মুখে, আমরা পশ্চিমা রাষ্ট্রের আনুষ্ঠানিক মহল থেকে একটি নরম, পরিবর্তিত সুরে নেতানিয়াহুর সরকারের অব্যাহত অপরাধগুলোর প্রতি অসন্তোষ প্রকাশ শুনতে পাচ্ছি। এই অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো দুর্ভিক্ষ ঘটানো এবং জাতিসংঘ ব্যবস্থার মাধ্যমে মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া, এবং এটি আমেরিকান কোম্পানিগুলোর মাধ্যমে দখলদার সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিতরণে জোর দেওয়া। তবে এই বাগাড়ম্বর পরিবর্তন এখনও দৃঢ় পদক্ষেপের পর্যায়ে পৌঁছায়নি এবং এটি কেবল শব্দগুচ্ছ, যার কোনো বাস্তব তাৎপর্য নেই। যদিও নেতানিয়াহু ও তার দল ৭ অক্টোবরের ঘটনার প্রথম দিন থেকেই গণহত্যার উদ্দেশ্য প্রকাশ করেছিল, তবুও আমরা দেখেছি কীভাবে আনুষ্ঠানিক পশ্চিম প্রতিটি সামরিক, নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দখলদারিত্বকে সমর্থন করেছে। সরকারপ্রধান…

Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login