নেতানিয়াহু কি আমাদের সাথে মজা করছেন?
৮০ দিন ধরে ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ, ভয়াবহ অনাহার ও স্বাস্থ্যসেবার পতনের সতর্কতার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তিনি খাদ্য ও ওষুধসহ মানবিক সহায়তা প্রবেশ করতে দেবেন। নেতানিয়াহুর এই সিদ্ধান্ত, যা নাকি ভোট ছাড়াই নেওয়া হয়েছে, তা তার মন্ত্রিসভার কট্টর সদস্যদের—যেমন ইতামার বেন-গভির, বেজালেল স্মোটরিচসহ অনেকের—রোষের কারণ হয়েছে। বেন-গভির স্পষ্ট করে বলেছেন, তিনি অতীতে যেমন ছিলেন, এখনও তেমনি কোনো রকম সহায়তার প্রবেশের বিপক্ষে। তিনি একাধিকবার গাজায় অবশিষ্ট থাকা খাদ্যের গুদামগুলো বোমা মারার আহ্বান জানিয়েছেন। ‘এটি (সহায়তা প্রবেশ) একটি গুরুতর ভুল, যা আমাদের বিজয় বিলম্বিত করছে,’ বলেন বেন-গভির। ‘আমি আবারও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাই, যেন তিনি হোয়াইট হাউসের…

Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login