ইসরাইলী অমানবিকতায় নির্মম নির্বিকার রক্ষণশীল দল
সাড়ে তিন দশকের ব্রিটিশ মধ্যপ্রাচ্য নীতির পর্যালোচনায় দেখা যায়, সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী জন মেজরের প্রশাসন ফিলিস্তিনিদের প্রতি সবচেয়ে কম বৈরী অবস্থান নিয়েছিল। তাঁর দৃষ্টিভঙ্গি মার্গারেট থ্যাচারের থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা ছিল। তাঁর মন্ত্রিসভায় বেশ কয়েকজন ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সহানুভূতিশীল ছিলেন। সাধারণভাবে দেখা গেছে, ইউরোপপন্থী কনজারভেটিভরা ব্রেক্সিটপন্থীদের তুলনায় ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল। কিন্তু ২০২৪-২৫ সালে টরি নেতা কেমি বাডেনকের নেতৃত্বে এবং প্রীতি প্যাটেলের নেতৃত্বে ছায়া পররাষ্ট্র দল গঠনের পর চিত্রটা পুরোপুরি পাল্টে গেছে। গত রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে বাডেনক আবারও ইসরায়েলকে সমালোচনা করতে বা ফিলিস্তিনিদের প্রতি সামান্য সহানুভূতি দেখাতে অস্বীকৃতি জানান। ২০ মে পার্লামেন্টে উত্তপ্ত বিতর্কে পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি ঘোষণা করেন,…

Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login