বৃহস্পতিবার থেকে মহররম মাস শুরু
সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ বুধবার ঘোষণা করেছে, ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস মহররম আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। এই ঘোষণা আসে আজ বুধবার সন্ধ্যায় সৌদি আরবে মহররমের চাঁদ দেখা যাওয়ার পর। চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে ইসলামিক নতুন বর্ষ ১৪৪৭ সালের সূচনা হলো, যা মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের পর থেকে গণনা করা হয়।
মহররম হিজরি সনের প্রথম মাস এবং এটি ইসলাম ধর্মানুসারে সম্মানিত মাসগুলোর মধ্যে একটি। এই মাসের ১০ তারিখকে বলা হয় আশুরা, যা মুসলিম বিশ্বে একটি শোকাবহ দিন হিসেবে পালিত হয়।