উগান্ডায় যাবজ্জীবন শাস্তি রেখে সমকামী বিরোধী বিল পাস

Ugandaযাবজ্জীবন শাস্তি রেখে সমকামী বিরোধী আইন পাস করেছে আফ্রিকার দেশ উগান্ডার আইন প্রণেতারা। সংসদে ভোটাভুটির সময় প্রধানমন্ত্রীর বিরোধিতা সত্ত্বে আইনটি পাস হয়। বৃহস্পতিবার পাস হওয়া বিলটিতে প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সইয়ের পর তা আইনে পরিণত হবে।
বিলটি পাসের ক্ষেত্রে ভূমিকা পালনকারী ডেভিড বাহাতি বলেন, ‘উগান্ডার জন্য এটি বিজয়। পাপের বিরুদ্ধে ভোট দেওয়ায় পার্লামেন্টের কাছে আমি কৃতজ্ঞ। কেননা আমরা হচ্ছি সৃষ্টিকর্তা ভীতু জাতি, সামগ্রিক পন্থায় আমরা জীবনকে দেখি।’
বিলের সমর্থকেরা বলছেন, দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক মূল্যবোধ রক্ষায় এ আইন প্রয়োজন। পশ্চিমা উৎসাহিত সমকামী গোষ্ঠীগুলোর কারণে এ মূল্যবোধ হারিয়ে যেতে বসেছে বলে তারা জানান। তবে সমকামীপন্থিরা উগান্ডার এ পদক্ষেপের সমালোচনা করেছে।
সমকামীবিরোধী আইন ছাড়াও বৃহস্পতিবার সামাজিকভাব রক্ষণশীল উগান্ডার পার্লামেন্টে পর্নোগ্রাফি বিরোধী বিল পাস হয়। এ বিলের আওতায় মিনিস্কার্টস ও যৌন উদ্দীপক মিউজিক ভিডিওসহ অশ্লীল মুভি নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি ভারত, অস্ট্রেলিয়ায় সমকামিতা নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button