আরব ফিলিস্তিনকে সমর্থন করছে না কেনো?

এটা অত্যন্ত বিস্ময়কর ব্যাপার এই যে, বিভিন্ন আরব দেশের সরকার ও জনগন গাজা উপত্যকার সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাপারে কার্যকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। যদিও পর্যবেক্ষক মহল আরব দেশসমূহের সরকার ও জনগনের নিকট থেকে অধিকতর প্রতিক্রিয়া প্রত্যাশা করেছেন, তবুও তাদেরকে ফিলিস্তিনীদের বিরুদ্ধে পরিচালিত চলমান গনহত্যার বিরুদ্ধে ব্যাপকভাবে উদাসীন থাকতে দেখা যাচ্ছে। একইভাবে পশ্চিম তীরের ফিলিস্তিনীদের ব্যাপারেও তারা প্রায় নির্বিকার। অনেক অনারব ও অমুসলিম দেশের রাজপথের তুলনায় আরব রাষ্ট্রগুলোর রাজপথ অনেক নীরব, নি:স্তব্ধ। এধরনের নীরবতা ও উদাসীনতারও অনেকগুলো বড়ো কারন রয়েছে। প্রথম গুরুত্বপূর্ন বিষয়টি হচ্ছে, আরব জনগনের পরিচয় পরিবর্তন। প্রচলিত বা চিরাচরিতভাবে অধিকাংশ আরব জনগন আরব জাতীয়তাবাদ ও ইসলামী ইস্যুতে এক। কিন্তু ২০১১ সালের…

Want to read more?

Please register/login to get premium access on website, smartphone and apps.
Register Login

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button