যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ভবন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার

One Worldনিউইয়র্ক শহরের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ভবনের স্বীকৃতি পেয়েছে। বিশেষজ্ঞ স্থপতিদের একটি কমিটি ১ হাজার ৭৭৬ বা ৫৪১ মিটার উচ্চতার নতুন এ ভবনটিকে সবচেয়ে উঁচু ভবন হিসেবে ঘোষণা করেছে। টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট কাউন্সিলের শীর্ষ স্থপতিদের সমন্বয়ে গঠিত দ্য হাইট কমিটি শিকাগোতে এ সিদ্ধান্ত জানায়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পেছনে ফেললো শীর্ষস্থানে থাকা উইলিস টাওয়ারকে। উইলিস টাওয়ারের পূর্বনাম সিয়ার্স টাওয়ার। এর উচ্চতা ১ হাজার ৪৫১ ফুট বা ৪৪২ মিটার। মজার ব্যাপার হচ্ছে, নতুন নির্মিত ভবনটির ওপর ৪০৮ ফুট উঁচু সূচাকৃতির একটি স্থায়ী কাঠামো রয়েছে, যা ভবনটির উচ্চতার সঙ্গে যোগ করেছেন কমিটিতে থাকা স্থপতিরা। ওই কাঠামোটি বাদ দিলে উচ্চতায় উইলিস ভবনের চেয়ে পিছিয়েই থাকবে নতুন এ ভবনটি। কারণ, এটি বাদ দিলে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উচ্চতা দাঁড়ায় ১ হাজার ৩৬৮ ফুট। আর বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফার চেয়ে এ দুটি ভবনই অনেকটা ছোট। বুর্জ খলিফার উচ্চতা হচ্ছে ২ হাজার ৭২৩ ফুট বা ৮৩০ মিটার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button