এক বছরে তাদের আয় হবে প্রায় ৩ লক্ষ কোটি টাকা

টিকা বিক্রি করে টাকার পাহাড় গড়বে ফাইজার-মডার্না

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,কানাডাসহ ৫ দেশ। এটিকে বিজ্ঞান, অর্থনীতি, সর্বোপরি মানবতার পক্ষে অনেক বড় ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন মাইলফলকে দাঁড়িয়ে কোষাগারে অঢেল অর্থের স্বপ্ন দেখতেই পারেন উৎপাদকরা। সুখবর তাদের জন্য, সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। সিএনএন জানায়,ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের ধারণা, আগামী বছর শুধু করোনা ভ্যাকসিন বেচেই ২ লাখ ৭২ হাজার কোটি টাকা (৩ হাজার ২০০ কোটি বা ৩২ বিলিয়ন মার্কিন ডলার) আয় করবে যুক্তরাষ্ট্রের দুই ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও মডার্না।

মরগান স্ট্যানলির মতে, ২০২১ সালে ফার্মা জয়ান্ট ফাইজার একাই আয় করবে অন্তত ১ হাজার ৯০০ কোটি ডলার। তবে ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন পেয়ে যাওয়ায় ২০২০ সালের বাকি দিনগুলোতেও তাদের পকেটে ঢুকবে প্রায় ৯৭ কোটি ৫০ লাখ ডলার।অবশ্য ফাইজার তাদের লাভের অংক ভাগাভাগি করবে জার্মান বায়োটেকনোলজি কোম্পানি বায়োএনটেকের সঙ্গে। তারা যৌথভাবে তৈরি করেছে করোনারোধী ভ্যাকসিন।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) বিশেষজ্ঞ প্যানেল ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়ার সুপারিশ করে। পরে জরুরি ভিত্তিতে এটি ব্যবহারের অনুমোদন দেয় এফডিএ। যুক্তরাষ্ট্রের আগেই অবশ্য যুক্তরাজ্য, কানাডা মেক্সিকো, বাহরাইন ও সৌদি আরব ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। শুধু ২০২১ সাল জুড়েই নয়, পরের দুই বছরেও বিপুল অংকের লাভের আশা করছে ফাইজার কর্তৃপক্ষ। তাদের বিশ্বাস, সারাবিশ্ব করোনার টিকাদান কার্যক্রম চালিয়ে গেলে ২০২২ ও ২০২৩ সালে আরও ৯৩০ কোটি ডলার আয় হবে তাদের।
করোনা ভ্যাকসিন আবিষ্কার আর তা থেকে বিপুল অর্থ আয়ের দ্বার প্রান্তে থাকলেও ফাইজারের শেয়ারের দর খুব একটা বাড়েনি। কারণ আগে থেকেই তারা দানবাকৃতির প্রতিষ্ঠান। চলতি বছরে তাদের শেয়ারের দর বেড়েছে মাত্র ১২ শতাংশ, যা যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার এসঅ্যান্ডপি ৫০০-এর মোট অর্জনের চেয়েও কম।এরপরও ফাইজার আশা করছে, ২০২১ সালে তাদের সেরা পণ্য বিক্রির আয় ২০১৯ সালের সেরা পণ্যকে ছাড়িয়ে যাবে।
গত বছর নিউমোনিয়ার একটি ভ্যাকসিন বিক্রি করে ফাইজার আয় করেছিল প্রায় ৫৮০ কোটি ডলার। ফাইজারের শেয়ারের দর খুব একটা না বাড়লেও করোনা ভ্যাকসিনে ভর করে বড় লাফ দিয়েছে বায়োএনটেক। যুক্তরাষ্ট্রে তাদের শেয়ারের দর বেড়েছে প্রায় ৩০০ শতাংশ, যার ফলে জার্মান প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে তিন হাজার কোটি ডলারের কাছাকাছি।
এদিকে ২০২০ সালের আগে যুক্তরাষ্ট্রের নবীন বায়োটেক ফার্ম মডার্নার নামও হয়তো মানুষ খুব একটা শোনেনি। সেই তারাই এখন হয়ে উঠেছে বিশ্বজুড়ে অন্যতম আলোচিত প্রতিষ্ঠান। ২০১৯ সালে যাদের আয় ছিল মাত্র ছয় কোটি ডলার, যারা আগে কখনও কোনও পণ্যের লাইসেন্স পায়নি, স্বল্পপরিচিত সেই মডার্নাই দেখতে দেখতে হয়ে উঠেছে ৬ হাজার ২০০ কোটি ডলার বাজারমূল্যের বিশাল এক শক্তি।
চলতি বছর তাদের শেয়ারের দর বেড়েছে ৭০০ শতাংশের বেশি।গোল্ডম্যান স্যাশের অনুমান, ২০২১ সালে করোনা ভ্যাকসিন বেচে ১ হাজার ৩২০ কোটি ডলার লাভ করতে পারে মডার্না।মরগ্যান স্ট্যানলির হিসাব আরও আশাব্যঞ্জক। তাদের ধারণা, ২০২১ ও ২০২২ এ দুই বছরই বার্ষিক এক হাজার থেকে দেড় হাজার কোটি ডলার আয় হতে পারে মর্ডানার। ভ্যাকসিন বিক্রি বেশি হলে আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তাদের।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button