পার্লামেন্টের বাইরে ব্রিটিশ এমপিদের ১৭ মিলিয়ন পাউন্ড আয়

ব্রিটেনের এমপিরা গত ২০১৯ সালের নির্বাচনের পর থেকে পার্লামেন্টের বাইরে ১৭.১ মিলিয়ন পাউন্ড আয় করেছেন। এর সিংহভাগই করেছেন ক্ষমতাসীন রক্ষনশীল দলের এমপিরা। স্কাই নিউজ এবং টরটোয়েজ মিডিয়া কর্তৃক অনুসন্ধানে প্রকাশ, পার্লামেন্টকালীন রক্ষনশীল দলের এমপিগন তাদের বেতনের বাইরে মোট ১৫.২ মিলিয়ন পাউন্ড অর্জন করেন। লেবার পার্টির এমপিগন তাদের সেকেন্ড জব অর্থ্যাৎ আয়ের দ্বিতীয় উৎস ও পার্লামেন্ট বহির্ভূত কাজ থেকে আয় করেন ১.২ মিলিয়ন পাউন্ড। অপরদিকে লিবারেল ডেমোক্র্যাট এমপি’রা অতিরিক্ত ১ লাখ ৭১ হাজার পাউন্ড এবং এসএনপি এমপি’রা আয় করেন ১ লাখ ৪৯ হাজার পাউন্ড।
দেখা গেছে, অতিরিক্ত আয়ের প্রায় দুই তৃতীয়াংশই অর্জন করেছেন ২০ জন এমপি, এদের ১৭ জনই সর্বোচ্চ আয়কারী ও রক্ষনশীল দলের। রক্ষনশীল দলের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে সবচেয়ে বেশী আয় করেছেন। তিনি আন্তর্জাতিক বক্তাদের ধারায় রয়েছেন। তিনি এই পার্লামেন্টকালে তার ৮৪ হাজার পাউন্ড বেতন ছাড়াও সবচেয়ে বেশী পরিমান ২৫ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করেছেন। দ্বিতীয় স্থানে আছেন স্যার জিওফ্রে কক্স। তিনি আইনী কর্মকান্ড থেকে আয় করেন ২১ লাখ ৯১ হাজার পাউন্ড। এই রক্ষনশীল দলীয় এমপি বলেন, একজন ব্যারিস্টার হিসিবে আমার কার্য এবং পার্লামেন্টের এমপি হিসেবে আমার ভূমির মধ্যে স্বার্থগত কোন বিরোধ নেই। এক্ষেত্রে লেবার পার্টির ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি তার দলের মধ্যে সবচেয়ে বেশী উপার্জনকারী। এলবিসি রেডিওতে কাজ করে ৮৭ হাজার পাউন্ড আয়সহ তিনি সর্বমোট অতিরিক্ত আয় করেন ২ লাখ ২ হাজার পাউন্ড। লবিইং কেলেংকারী এড়াতে রাজনৈতিক কিংবা পার্লামেন্টারী কনসালট্যান্সির কাজ করে উপার্জনের ওপর সরকার সমর্থিত নিষেধাজ্ঞার পদক্ষেপের পর এক্ষেত্রে কিছু সংস্কারের উদ্যোগ নেয়া হবে এ বছরের শেষ দিকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button