ইসলাম সম্পর্কে জানাতে ব্রিটেনে অনলাইন কোর্স

ব্রিটেনে সাধারণ মানুষকে ইসলাম সম্পর্কে জানাতে ‘ইসলামের বিকাশ এবং চ্যালেঞ্জের মুখে ব্রিটেনের ইসলাম’ শিরোনামে শুরু হতে যাচ্ছে অনলাইন কোর্স। আগামী ৪ মার্চ অভিনব এ উদ্যোগটি শুরু হবে। চলবে এক সপ্তাহ যাবত। অমুসলিমদের সঙ্গে ইসলাম ধর্মের সম্পর্ক উন্নয়ন ও ব্রিটেনের মুসলিমদের জীবনের সমস্যা ব্যাখ্যা করতে কোর্সটি চালু করা হচ্ছে। এ কোর্সে প্রশিক্ষণ দেবেন কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজের অধ্যাপক রিয়াদ তাইমুল, ব্রিটেনের ইসলামিক সেন্টারের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাইকেল মুনিক ও কার্ডিফ ইউনিভার্সিটির ধর্ম ও শরিয়া স্টাডিজের অধ্যাপক সোফি ঘিলায়াত রায়। এই কোর্সে অংশগ্রহণকারীরা ইসলাম ধর্ম, আকিদা-বিশ্বাস, ব্রিটেনে ইসলাম ও মুসলমানদের ইতিহাস, ব্রিটিশ সমাজে ইসলামের প্রভাব, ব্রিটেনে বসবাসরত মুসলমানদের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং মুসলিম অভিবাসীদেরকে যেসব দেশ ব্রিটেনে পাঠিয়েছিল সেসব দেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক ইত্যাদি বিষয়ে জানতে পারবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button