আব্দুল গাফফার চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপির

আল্লাহর গুণবাচক ৯৯টি নাম নিয়ে বিদ্বেষপূর্ণ বক্ত্যব্য দেয়ায় বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন চৌধুরীর শাস্তিমূলক বিচার দাবি করেছে বিএনপি।
রবিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ দাবি করেন।
ড. রিপন বলেন, জাতি সংঘের স্থায়ী মিশনে লেখক আব্দুল গাফফার চৌধুরী যে বক্তব্য দিয়েছেন তাতে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছেন। সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কোনো হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, সরকারি পৃষ্টপোকতায় আব্দুল গাফফার চৌধুরীর এ রকম বক্তব্য ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তিনি ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি এই বক্তব্য দিয়ে জঘন্য ও অমার্জনীয় অপরাধ করেছেন।
সংবাদ সম্মেলনে একই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রকে নিয়ে আব্দুল গাফফার চৌধুরীর আরেকটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ড. রিপন বলেন, তার এই বক্তব্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। সেজন্য আব্দুল গাফফার ও আব্দুল মোমেনের শাস্তি দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, তাতি দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button