রেকর্ডসংখ্যক ব্যক্তি মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন

চলতি বছরের গত তিন মাসে রেকর্ডসংখ্যক ১,৪২৬ ব্যক্তি মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন। আমেরিকার সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ৩,২২১ ব্যক্তি মার্কিন নাগরিকত্ব ছাড়ল। এছাড়া, গত বছর ৩,৪১৫ ব্যক্তি নাগরিকত্ব পরিত্যাগ করেছে। ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার কারণে যে পরিমাণ লোকজন মার্কিন নাগরিকত্ব ছেড়েছিল তার চেয়ে গত বছর অন্তত ১০ গুণ বেশি নাগরিকত্ব ছাড়ার ঘটনা ঘটেছে।
ব্যাপক মাত্রায় করারোপের ফলে অভিবাসী লোকজনের পক্ষ থেকে মার্কিন নাগরিকত্ব ছাড়ার এ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
আমেরিকায় বসবাসরত সব ধরনের আয়ের লোকজনকে কর দিতে হয়, এ ক্ষেত্রে তার মাসিক আয় কত এবং কোন খাত থেকে আয় হচ্ছে তা দেখা হয় না।
শুধু তাই নয় কর সংক্রান্ত নানা রকমের কাগজপত্র ও আনুষ্ঠানিকতা রক্ষা করতে গিয়ে আইনজীবী এবং হিসাবরক্ষকদের সহায়তা নিতে হয়। এ খাতে তাদেরকে আবার উঁচু মাত্রার ফি দিতে হয়, শুধু কর দিয়েই পার পাওয়া যায় না।
ফলে অভিবাসী বহু ব্যক্তির জন্য মার্কিন নাগরিকত্ব রক্ষা করা দিন দিন জটিল বিষয় হয়ে দাঁড়াচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button