মুসলিম পর্যটক টানতে জাপানি উদ্যোগ

Binoজাপানের হোক্কাইডো আইল্যান্ড তার রাজধানী স্যাপোরোকে আরো বেশি ‘মুসলিম-বান্ধব’ করে গড়ে তুলতে মালয়েশিয়ার হালাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করপোরেশনের সাথে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছে।
মুসলিম পর্যটকদের আকৃষ্ট করার জন্য গঠিত স্যাপোরোর বিশেষ কমিটির প্রধান নজোমি ওটা বলেন, নগরী ইতোমধ্য্ আরো বেশি নামাজঘর, হালাল রেস্তোরাঁ নির্মাণের কাজ শুরু করেছে।
তিনি বলেন, আমরা আশা করছি, পর্যটকেরা আমাদের খাবার ও নিরাপত্তা উপভোগ করবেন। আমরা হালাল খাবার সম্পর্কে জানতে মালয়েশিয়া থেকে বিশেষজ্ঞদেরও আনছি।
ওটা এবং তার দল দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম মার্কেট ধরতে ইন্দোনেশিয়ার হালাল শিল্পগুলোর সাথেও কাজ করছেন।
তারা হালালভাবে জাপানি খাবার তৈরির একটি প্রকল্পও হাতে নিয়েছেন।
২০১৩ সালে জাপানে প্রায় ২৮,৫০০ মালয়েশিয়ান পর্যটক এসেছিল। আগের বছরের তা ছিল ৬৫.৫ ভাগ বেশি। কুয়ালামপুর থেকে স্যাপোরেতে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রোববার স্যাপোরে যায় এয়ার এশিয়া ফ্লাইট।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button