নিউইয়র্ক দমকল বাহিনীতে মুসলিম নারী

Ahlam Ahmedযুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দমকলকর্মী হিসেবে কাজ করছেন মুসলিম নারী আহলাম আহমেদ। অষ্টাদশী এই তরুণীর উচ্চতা পাঁচ ফুট এবং তার ওজন ১০৫ কেজি। আহলাম ইয়েমেনের নাগরিক।
তবে আহলাম দমকল বাহিনীতে পেশাগত কাজের সময় হিজাব পরিধান করেন। সাধারণত তার সহকর্মীরা পেশাগত কাজের বাইরে যে ধরনের পোশাক পরিধান করুক না, দায়িত্বপালনকালে ইউনিফর্ম পড়েই কাজ করেন। কিন্তু আহলাম পুরোপুরি অন্যরকম। তার স্বাভাবিক জীবনে আর কর্মক্ষেত্রেও মাথায় সবসময় হিজাব পরেন তিনি।
আহলাম বলেন, আমি ইসলামে বিশ্বাস এবং ইসলামের নিয়ম অনুসরণ করি। তার সহকর্মীদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই। এমনকি তারা আহলামকে উৎসাহ দেন। মুসলিম নারীরা মাথায় জেহাব পরবেন এটাই হল ইসলামের ঐতিহ্য। সরকারের বক্তব্য হচ্ছে নতুন সংস্কৃতিকে সবসময়ই স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button