পার্লামেন্টের উচ্চ কক্ষ নির্বাচনে নওয়াজ শরীফের দলের বড় সাফল্য

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) তাদের অবস্থানকে আরও পোক্ত করলো। পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে পিএমএল-এন ৪৮টির মধ্যে ১৮টি আসনে জয়লাভ করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। নির্বাচনের আগেই ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোট-ক্রয়ের বিতর্ক ছড়িয়ে পড়ে। বেসরকারি ফলাফল অনুযায়ী, পিএমএল-এন ১৮টি আসনে জয় পেয়েছে। তা সত্ত্বেও ১০৪ সদস্যবিশিষ্ট উচ্চ কক্ষে ক্ষমতাসীন দলের মোট সদস্য সংখ্যা মাত্র ২৬। পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) চেয়ে মোট আসনের বিবেচনায় একটিতে পিছিয়ে দলটি। পার্লামেন্টের উচ্চকক্ষে পিপিপি’র আসন সংখ্যা ২৭টি। এবার পার্লামেন্টের উচ্চ কক্ষ নির্বাচনে ৮টি আসন নিয়ে পিএমএল-এন’র পরেই রয়েছে পিপিপি। অন্যদিকে, প্রথমবারের মতো এ নির্বাচনে অংশ নেয়া জনপ্রিয় সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ ৬টি আসনে জয় পেয়েছে। মুত্তাহিদা ক্বওমি মুভমেন্ট (এমকিউএম) ৪টি আসন পেয়েছে। দ্য ন্যাশনালিস্ট বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (মেঙ্গাল) ও জামাত-ই-ইসলামি (জেআই)-ও এ নির্বাচনে অংশ নেয়ার মাধ্যমে পার্লামেন্টের উচ্চ কক্ষে ফিরেছে। এদিকে এ নির্বাচনে ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button