ইসরাইলি গণহত্যার নিন্দা জানিয়ে স্প্যানিশ তারকাদের খোলা চিঠি

Spanishগাজায় ইসরাইলি গণহত্যার নিন্দা জানিয়ে লেখা এক খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন স্প্যানিশ তারকা অভিনেত্রী পেনিলোপি ক্রজ ও তার স্বামী অস্কারজয়ী হ্যাভিয়ের বারডেম। এ ছাড়াও স্পেনের অনেক অভিনেতা, চিত্রপরিচালক ও সংগীতশিল্পী এতে স্বাক্ষর করেছেন। এ খবর দিয়েছে বৃটেনের ইনডিপেনডেন্ট। খোলা চিঠিতে গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতি। ইউরোপা প্রেসসহ স্পেনের অন্যান্য বার্তা সংস্থা খোলা চিঠিটি প্রকাশ করেছে। এতে বলা হয়, আজ গাজাবাসী বিভীষিকার মধ্যে দিনাতিপাত করছে। তারা অবরুদ্ধ। আকাশ, নৌ আর স্থলপথে তাদের ওপর চলছে হামলা। ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করা হচ্ছে। পানি, বিদ্যুৎ আর স্কুল, হাসপাতালে খোলামেলা যাতায়াতের মৌলিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। আর আন্তর্জাতিক সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ইসরাইলি সেনাবাহিনীকে দখলকারী বাহিনী আখ্যা দিয়ে চিঠিতে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। একই সঙ্গে গাজা উপত্যকায় এক দশকেরও বেশি সময় ধরে ইসরাইলি অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। সাম্প্রতিক সহিংসতাকে ফিলিস্তিনি ভূখ-ে ইসরাইলি আগ্রাসন হিসেবে দায়ী করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, ইসরাইল প্রতিদিন পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের অধিকারকে অবমাননা, হরণ ও পদদলিত করছে। সেই সঙ্গে অসংখ্য মৃত্যুর দায় রয়েছে তাদের। ওই খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন পরিচালক পেদ্রো আলমোদোভার ও বেনিতো জাম্ব্রানো, অভিনেতা লোলা হেরেরা, দুয়ার্দো নোরিয়েগা, রোজা মারিয়া সার্দা ও দুই সংগীতশিল্পী আমারাল ও নাচো ক্যাম্পিলো। ২০০৮ সালে অস্কারজয়ী অভিনেতা হ্যাভিয়ের বারডেম তার রাজনৈতিক কর্মকা-ের জন্য সুপরিচিত। এর আগে গাজা দ্বন্দ্বের নিন্দা জানিয়ে তিনি এল দিয়ারোতে একটি চিঠি লেখেন। তিনি লিখেছেন, গাজাতে এখন যে বিভীষিকা চলছে সেখানে দূরত্ব বজায় রাখা বা নিরপেক্ষতার কোন সুযোগ নেই। এটা বোঝা দুরূহ আর ন্যায্যতা নিরূপণ করা অসম্ভব। আর এটা অবমাননাকর যে পশ্চিমা দেশগুলো এমন গণহত্যা হতে দিচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button