ভারতীয় নৌবাহিনী প্রধানের পদত্যাগ

Indiaভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল ডি কে যোশি পদত্যাগ করেছেন। ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন আইএনএস সিন্ধুরত্ন দুর্ঘটনা কবলিত হওয়ার প্রেক্ষাপটে বুধবার তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় তা গ্রহণ করেছে।  নতুন নৌবাহিনী প্রধান নিয়োগ না করা পর্যন্ত ভাইস অ্যাডমিরাল রবিন ধোওয়ানকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
৫৯ বছর বয়স্ক যোশির আরো ১৫ মাস চাকরি ছিল। তিনি ছিলেন সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধে বিশেষজ্ঞ। ২০১২ সালের ৩১ আগস্ট তিনি নৌবাহিনী প্রধান হয়েছিলেন।
সাম্প্রতিক সময়ে ভারতীয় নৌবাহিনীর একাধিক সাবমেরিন কয়েকবার দুর্ঘটনায় পড়ে। বুধবার মুম্বাই উপকূলে রাশিয়া-নির্মিত আইএনএস সিন্ধুরতœ ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে সাত নাবিক অসুস্থ হয়ে জ্ঞান হারান। এছাড়া অন্য আরো দুজন নিখোঁজ রয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।  অসুস্থ নাবিকদের বিমানে করে হাসপাতালে নেয়া হয়।
সাবমেরিনটিতে অস্ত্রশস্ত্র ছিল না। দুর্ঘটনার সময় এটিকে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, দুর্ঘটনাগুলোর নৈতিক দায়িত্ব গ্রহণ করে যোশি পদত্যাগ করেছেন এবং সরকার তা সাথে সাথে গ্রহণ করেছে।
উল্লেখ্য, সাত মাস আগে ২০১৩ সালের আগস্টে সাবমেরিন আইএনএস সিন্ধুরক্ষক ডুবে  গিয়েছিল। ওই ঘটনায় সাবমেরিনে থাকা ১৮ ব্যক্তির সবাই মারা গিয়েছিল। কয়েকটি বিস্ফোরণ এবং এর ফলে সৃষ্ট আগুনে সাবমেরিনটি ডুবে যায়।
১৯৭১ সালের ডিসেম্বরে পাকিস্তানি সাবমেরিন পিএনএস হাঙ্গর থেকে বর্ষিত টর্পোডো হামলায় আইএনএ খুকরি ডুবে যাওয়ার পর এটাই ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে বড় ক্ষতি। ১৯৭১ সালের ঘটনায় সাবমেরিনটিতে থাকা ১৮ অফিসার ও ১৭৬ নাবিক মারা গিয়েছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button