‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষেধাজ্ঞার প্রতিবাদ, তিন শতাধিক গ্রেফতার
আজ শনিবার পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত এক প্রতিবাদ বিক্ষোভে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থন জানানো হয়েছিল, সেখানে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ৩৬৫ জনেরও বেশি মানুষকে আটক করে। বিক্ষোভকারীরা “Hands off Gaza” এবং “I oppose genocide. I support Palestine Action” লেখাযুক্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করছিলেন। পুলিশ এইসব প্ল্যাকার্ডধারী অংশগ্রহণকারীদের “নিষিদ্ধ সংগঠন সমর্থন” এর অভিযোগে আটক করে।
পুলিশ জানায়, সাতজনকে অতিরিক্ত অপরাধ (যেমন পুলিশের ওপর হামলা) সম্পর্কিত অভিযোগে আটক করা হয়েছে, তবে কারও গুরুতর কোনো আহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, জুলাই মাসে ব্রিটিশ সংসদ সদস্যরা ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করেন। এর আগে সংগঠনটির কয়েকজন সদস্য রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে ঢুকে বিমান ক্ষতিগ্রস্ত করেন, যা তারা ব্রিটেনের ইসরায়েল সমর্থনের প্রতিবাদে করেছিলেন।
নিষেধাজ্ঞার ফলে এ সংগঠনের সদস্য হওয়াই এখন অপরাধ হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড। সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা হুদা আম্মোরি গত সপ্তাহে এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানানোর অনুমতি পেয়েছেন। -নোমান আহমদ



