নিখোঁজ অর্থ ফেরত চেয়ে লন্ডনে ইউনুস, সাক্ষাৎ এড়ালেন কিয়ার স্টারমার
বাংলাদেশ থেকে খোয়া যাওয়া কয়েক বিলিয়ন ডলার পুনরুদ্ধারের প্রচেষ্টায় সমর্থন চেয়ে লন্ডন সফরে এসেছিলেন দেশটির অন্তর্বর্তীকালীন নেতা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। তবে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তাঁর সঙ্গে সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।
অধ্যাপক ইউনুস ফিনান্সিয়াল টাইমস-কে জানিয়েছেন, যুক্তরাজ্যকে “নৈতিক দায়িত্ব”বোধ থেকে বাংলাদেশের নতুন সরকারের পাশে দাঁড়ানো উচিত, যাতে শেখ হাসিনার অপসারিত শাসনামলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব হয়। তাঁর দাবি, পাচার হওয়া অর্থের একটি বড় অংশ যুক্তরাজ্যে রয়েছে।
তিনি বলেন, “এই অর্থ বাংলাদেশের জনগণের — যারা আজ দারিদ্র্য ও বৈষম্যের শিকার। যুক্তরাজ্য যদি সত্যিই গণতন্ত্র ও সুশাসনের পক্ষে থাকে, তাহলে এই প্রচেষ্টায় আমাদের সহায়তা করা তাদের নৈতিক দায়িত্ব।”
অন্যদিকে, ডাউনিং স্ট্রিট এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ব্রিটিশ সরকারের এই অবস্থান লন্ডন-ঢাকার মধ্যকার ভবিষ্যৎ সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তবে ইউনুস সরকার আশা করছে, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রগুলো দুর্নীতিবিরোধী লড়াইয়ে তাদের পাশে দাঁড়াবে।