ব্রিটেনে মুসলিম বিরোধী হেইট ক্রাইম মারাত্মক হারে বেড়েছে

ব্রিটিশ হোম অফিসের এক সাম্প্রতিক ডাটায় দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসে মুসলিমরা অব্যাহতভাবে হেইট ক্রাইম অর্থাৎ ঘৃণা থেকে উদ্ভূত অপরাধের শিকার। হেইট ক্রাইম লিপিবদ্ধকারী সংস্থা ‘দা ফিগারস’ অনুসারে ২০২৩-২৪ সালের মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় ঘৃণাসঞ্জাত অপরাধ বৃদ্ধি পেয়েছে, যা এই সময়ে ৩ হাজার ৮৬৬ তে উন্নীত হয়েছে। গতবছরে এ সংখ্যা ছিল ৩ হাজার ৪শ ৩২ অর্থাৎ বৃদ্ধির হার ১৩ শতাংশ।
পাঁচটির মধ্যে প্রায় দুইটি হেইট ক্রাইম (৩৮ শতাংশ) সংঘটিত হয়েছে। যদিও এই পরিসংখ্যানে গত গ্রীষ্মের মুসলিম বিরোধী দাঙ্গাগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।
সার্বিক দিক দিয়ে সাম্প্রতিক বছরগুলোতে পুলিশের রেকর্ড অনুযায়ী রিলিজিয়াস হেইট ক্রাইম ২৫ শতাংশ বেড়েছে। আগে ছিল ৮ হাজার ৩৭০ এখন হয়েছে ১০ হাজার ৪৮৪। এটা ম২০১২ সালের মার্চের শেষভাগে হেইট ক্রাইম এর পরিসংখ্যান শুরুর পর থেকে সর্বোচ্চ হিসাব।
ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি গণহত্যা শুরুর পর থেকে ইহুদিদের বিরুদ্ধে ধর্মীয় হেইট ক্রাইমের তীব্রতা বৃদ্ধি এই অপরাধ বৃদ্ধির নেপথ্যে কাজ করেছে। বিগত অর্থ বছরের তুলনায় চলতি বছরে মার্চ পর্যন্ত ইহুদিদের টার্গেটকৃত ঘৃণাসঞ্জাত অপরাধের সংখ্যা দ্বিগুণ হয়েছে। সংখ্যা ৩ হাজার ২৮২।এর আগের বছরে ছিল মাত্র ১ হাজার ৫৪৩টি।
গত বছর এসব ধর্মীয় ঘৃণাসঞ্জাত অপরাধ এক-তৃতীয়াংশ অর্থাৎ ৩৩ শতাংশ বেড়েছে। তুলনামূলকভাবে পূর্বতন বছরে তা ছিল ২০ শতাংশ ।
লক্ষণীয় যে, গত অর্থ বছরে ইংল্যান্ড ও ওয়েলসে পুলিশের রেকর্ডকৃত হেইট ক্রাইমের মোট সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার ৫৬১, অপরদিকে ২০২৩ সালের মার্চের শেষ ভাগ পর্যন্ত তা ছিল ১ লাখ ৪৭ হাজার ৬৪৩ টি, যা গত বছরের চেয়ে ৫ শতাংশ বেশি। এ সময় বর্ণবাদী অপরাধ সংঘটিত হয় ৯৮ হাজার ৭৯৯টি । এর আগের বছরের চেয়ে ৫ শতাংশ কম। ২০২৩ সালে তা ছিল ১ লাখ ৩ হাজার ৬২৫টি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button