হোম অফিসের কয়েক ডজন স্টাফ অপরাধের অভিযোগে তদন্তের অধীনে

ব্রিটিশ হোম অফিসের কয়েক ডজন স্টাফ বিভিন্ন অপরাধের অভিযোগে তদন্তের অধীন। এসব অপরাধের মধ্যে রয়েছে ইমিগ্রেশন ক্রাইম, প্রতারণা ও মাদক সংক্রান্ত অপরাধ। ফ্রিডম অব ইনফরমেশন-এর স্বল্প পরিচিত এন্টি-করাপশন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইউনিট(আইসিসিআইইউ)সম্পর্কে জানতে চাওয়া হলে হোম অফিস জানায় যে, ১৬টি অভিযোগ এডভাইস কিংবা বিচারের অপেক্ষায় আছে এবং ১৮টি তদন্তাধীন। গত তিন বছরের ডাটা বা উপাত্ততে দেখা যায়, আইসিসিআইইউ কর্তৃক তদন্তের পর হোম অফিস স্টাফদের বিরুদ্ধে দুটি অভিযুক্তকরণ বিদ্যমান। ২০২৪ সালের ফেব্রুয়ারীতে হোম অফিস কর্তৃক প্রকাশিত একটি আলাদা ডাটা বা উপাত্তে দেখা যায়, ২০১৯-২০ এবং ২০২৩-২৪ সালের মধ্যে বিভিন্ন অপরাধে হোম অফিসের ৬০জন স্টাফকে বরখাস্ত করা হয়েছে। তাদের দ্বারা কৃত অপরাধের মধ্যে…

Want to read more?

Please register/login to get premium access on website, smartphone and apps.
Register Login

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button