চলতি সনে যুক্তরাজ্যের ব্যবসা বানিজ্য ছিলো সংকুচিত
এনএসইজি ডিলস্ ইনটেলিজেন্স-এর নতুন পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাজ্যে ডিলমেইকিং কর্মকান্ড অনেকখানি হ্রাস পেয়েছে। চলতি সনে যুক্তরাজ্যের যেকোন সম্পৃক্ততার সাথে মার্জার এন্ড একুইজিশন (এমএন্ডএ) কর্মকান্ড ৩৩ শতাংশ হ্রাস পেয়েছে, যার পরিমান ২৬৫.৪ বিলিয়ন ডলার। এটা ২০০৯ সাল থেকে বার্ষিক হিসাবে সবচেয়ে কম কর্মকান্ড।
এলএসইজি ডিলস্ ইনটেলিজেন্স এর প্রতিবেদন অনুসারে, চলতি বছর যুক্তরাজ্য সম্পৃক্ত ১২০.২ বিলিয়ন ডলারের টার্গেট চালিত হয়েছে, যা ৪৫ শতাংশ পতন। এগুলোর মধ্যে সবচেয়ে বড়ো ডিল ছিলো ডেসরা ফার্মাসিউটিক্যালস ইউকে ভেটেরিনারী ফার্মাসিউটিক্যালসহ এবং সুইডিশ বাইআউট গ্রুপ ইকিউটি এর ৬.১ বিলিয়ণ ডলারের গ্রহন। যুক্তরাজ্যব্যাপী পোস্টঅফিস শাখাসমূহ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত রেকর্ড পরিমান উত্তোলন হয়েছে। যা গত বছরের ক্রিসমাসের শেষ শুক্রবার পর্যন্ত উত্তোলনের রেকর্ড ভঙ্গ করেছে।
গত বছর এই উত্তোলনের পরিমান ছিলো ৫১ মিলিয়ন পাউন্ডেরও বেশী। গত দু’বছর যাবৎ জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির প্রতিফলন ঘটেছে এই রেকর্ডে। গত বছরের শেষ দিকে মূল্যস্ফীতি দাঁড়ায় ১১.১১ শতাংশ, যা গত ৪১ বছরের মধ্যে ছিলো সর্বোচ্চ। পোস্ট অফিসের ব্যাংকিংয়ের প্রধান রস বরকেট বলেন, কিছু লাককে বিনামূল্যে নগদ উত্তোলন সুবিধা বিগ ডে’র শেষ মুহূর্তের কেনাকাটা শেষ করতে সহায়তা করে। অন্যদের জন্য এটা হয়েছিলো শেষ মুহূর্তের উপহার।
রয়টারের সংবাদে বলা হয়েছে, ব্রিটেনের বেঞ্চমার্ক ১০ বছর মেয়াদী গিফটইল্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে সম্প্রতি। গত ৬ এপ্রিল থেকে এপর্যন্ত এটা সর্বনিম্ন পর্যায়ে। ব্যবসা শুরুর পর থেকে এটা ৩.৪৩৩ শতাংশে হ্রাস। ফাইন্যান্সিয়াল টাইমস এর পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সর্ববৃহৎ প্রতিরক্ষা কোম্পানীসমূহের অর্ডার বইগুলো ২ বছর পর ছিলো রেকর্ড উচ্চতায়। ১০ শতাংশেরও বেশী প্রবৃদ্ধি ছিলো এই খাতে। অবশ্য এর পেছনে রুশ ইউক্রেইন যুদ্ধ আংশিকভাবে দায়ী।
ব্লুমবার্গ বলেছে, ক্রিসমাসের ঠিক আগে আমরা জানতে পেরেছি যে, যুক্তরাজ্যের অর্থনীতি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সংকুচিত হয়, যা মন্দার পর্যায়ে নিয়ে যায়। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এটার মানে হচ্ছে একটি টেকনিক্যাল মন্দা।