হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের ১০ দিনের কর্মবিরতি

ইস্টারের ছুটিকে ঘিরে ১০ দিনের কর্মবিরতি ঘোষণা করেছে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। চাকরির নিরাপত্তা, বেতন বৃদ্ধি ও কর্মপরিবেশের উন্নতির দাবিতে এ কর্মবিরতি ঘোষণা করেছে তারা। আন্দোলনরত কর্মীদের শ্রমিক ইউনিয়ন ইউনাইটের তরফ থেকে জানানো হয়, হিথ্রো বিমানবন্দরে কর্মরত ১ হাজার ৪০০ নিরাপত্তারক্ষী আগামী ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ধর্মঘট পালন করবে। এ ধর্মঘটে অংশ নিচ্ছেন বিমাবন্দরের টার্মিনাল ফাইভের নিরাপত্তা রক্ষীরাও। এ টার্মিনালটি ব্যবহার করে থাকে যুক্তরাজ্যের পতাকাবাহী ব্রিটিশ এয়ারওয়েজ। এছাড়া সব ধরণের কার্গো উড়োজাহাজ ও মালামাল চেক হয়ে থাকে এ টার্মিনালে। ব্রিটেনে ছুটির মৌসুম হিসেবে ইস্টার বেশ জনপ্রিয় এবং সময়টা হিথ্রোর অন্যতম ব্যস্ততম মৌসুম। এমন ব্যস্ত মৌসুম সামনে রেখে নিরাপত্তারক্ষীদের ধর্মঘট হিথ্রো কর্তৃপক্ষের জন্য বিব্রতকর হিসেবে দেখা দিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button