লন্ডনে পরিবহন ও কাউন্সিল ট্যাক্স এক দশকের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি
লন্ডন মেয়র সাদিক খান গত বুধবার পরিবহন ও কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বাস ও টিউবের ভাড়া গড়ে ৫.৯ শতাংশ বৃদ্ধি পাবে, যা গত এক দশকে সর্বোচ্চ বৃদ্ধি। অপরদিকে মেয়রের কাউন্সিল ট্যাক্স বাড়বে ৯.৭ শতাংশ, যা গত ২ দশকের মধ্যে সর্বোচ্চ। বাসের ভাড়া উপর্যুপরি দুই বছরের মতো বাড়বে ১০ পেন্স। আগামী ৫ মার্চ থেকে তা ১.৭৫ পাউন্ডে পৌঁছবে। পে-এজ-ইউ-গো’তে দৈনিক ও সাপ্তাহিক টিউব ভাড়া ৬.৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে, এটা অবশ্য নির্ভর করবে কতোটি অঞ্চলে ভ্রমন করবে তার ওপর। মহামারির সময় চালু সকাল ৯ টার পূর্বে ৬০ টিরও বেশী ফ্রি ভ্রমনের সুযোগ বুধবার থেকে সম্পূর্ন নিষিদ্ধ হয়ে…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login