কর্মীদের বেতন বাড়াচ্ছে বার্কলেস ব্যাংক

যুক্তরাজ্যে রেকর্ড পর্যায়ে মূল্যস্ফীতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পণ্যের দাম। এ অবস্থায় জীবনযাত্রার উচ্চ ব্যয় মোকাবেলায় সহায়তা করতে কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে বার্কলেস। যুক্তরাজ্যের ৩৫ হাজার কর্মীর ১ হাজার ২০০ পাউন্ড বার্ষিক বেতন বাড়াবে ব্রিটিশ ব্যাংকটি।
বার্কলেস জানিয়েছে, ব্যাংকের বার্ষিক বেতন পর্যালোচনা কার্যক্রমের অংশ হিসেবে গ্রাহকভিত্তিক, শাখা ও জুনিয়র সহায়ক পদের কর্মীদের এ বেতন বাড়ানো হচ্ছে। নতুন বেতন আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। বেতন বাড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে কর্মচারী ইউনিয়ন ইউনাইট। জোটটি বলেছে, এককালীন প্রণোদনা দেয়ার চেয়ে এটি পছন্দনীয় উদ্যোগ।
নিয়োগকর্তারা কর্মীদের ওপর মূল্যবৃদ্ধির প্রভাব প্রশমিত করতে সহায়তা করার জন্য ক্রমবর্ধমানভাবে চাপের সম্মুখীন হচ্ছেন। যুক্তরাজ্যে গত মাসে মূল্যস্ফীতি ৪০ বছরের রেকর্ড ৯ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে। বার্কলেসের প্রতিদ্বন্দ্বী লয়েডস ব্যাংকও চলতি মাসের শুরুতে বেশির ভাগ কর্মীকে এককালীন ১ হাজার পাউন্ড প্রণোদনা দিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button