যুক্তরাজ্যে এক হাজার কোটি পাউন্ড বিনিয়োগ করবে কাতার

যুক্তরাজ্যের প্রধান প্রধান কয়েকটি খাতে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে কাতার। চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরে ১ হাজার কোটি পাউন্ড (১ হাজার ২৫০ কোটি ডলার) বিনিয়োগ করবে উপসাগরীয় দেশটি। ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়, দেশটির আর্থিক প্রযুক্তি খাত, শূন্য কার্বন নিঃসরণযুক্ত গাড়ি, জীববিজ্ঞান ও সাইবার নিরাপত্তা খাতে বিনিয়োগ করবে কাতার। এছাড়া চুক্তি অনুযায়ী, খেলাধুলা, বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, বিদেশ নীতি ও গণমাধ্যমের মতো খাতগুলোয় পরস্পর সহযোগিতা আরো দৃঢ় করবে কাতার ও যুক্তরাজ্য। দুই দেশের মধ্যে কৌশলগত বিনিয়োগে অংশীদারিত্বের মাধ্যমে যুক্তরাজ্যের নতুন নতুন শিল্প খাতে উচ্চমানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ পর্যন্ত যুক্তরাজ্যে কাতারের মোট বিনিয়োগ ৫ হাজার কোটি ডলার। গত বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল প্রায় ৬০০ কোটি ডলার।
এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, এ বিনিয়োগ ঘোষণার মাধ্যমে যুক্তরাজ্যের ব্যবসা-বাণিজ্যের ওপর কাতারের আস্থা প্রমাণিত হলো। শেখ তামিম বিন হামাদের নেতৃত্বে কাতার যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button