এনএইচএস নিয়ে যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য

জেরেমি হান্ট বলেছেন যে, তিনি যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে এনএইচএস একটি ‘দুর্বৃত্ত পদ্ধতি’ ছিলো, যার জন্য তিনি তখন স্বাস্থ্যসেবা প্রদানে ব্যর্থ হন। হাউস অব কমন্স- এর স্বাস্থ্য ও সমাজসেবা কমিটির বর্তমান সভাপতি জেরেমি বলেন, এনএইচএসে স্বচ্ছতা ও সততার বিষয়ে শংকা বিদ্যমান, যখন পরিহারযোগ্য মৃত্যু ও ভুল ত্রুটি একটি বড়ো ধরনের কাঠামোগত সমস্যা হিসেবে প্রতীয়মান। এটা অবশ্যই নিরসন করতে হবে। তিনি তার লিখিত গ্রন্থ ‘জিরো ইলিমিনেটিং আননেসেসারি ডেথস ইন এ পোস্ট-প্যানডেমিক এনএইচএস’- এ বলেছেন, যেসব ম্যানেজার কার্যক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেন তাদেরকে প্রায়শ: দেশের বিভিন্ন জায়গায় পুন:চক্রাকারে কাজ দেয়া হয়, যেসব স্থানে তারা পুনরায় একই ভুল সংঘটন অব্যাহত রাখেন এবং গোপনীয়তার কারনে স্থান…

Want to read more?

Please register/login to get premium access on website, smartphone and apps.
Register Login

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button