বিমান ও হেলিকপ্টার ভ্রমনে রাজ পরিবারের খরচ ১৩ মিলিয়ন পাউন্ড

ব্রিটেনের রাজ পরিবারের বিরুদ্ধে জনগনের ১৩ মিলিয়ন পাউন্ড অপচয়ের অভিযোগ ওঠেছে। গত ৮ বছরে চার্টার্ড বিমান ও হেলিকপ্টারে ভ্রমন করে তারা ব্রিটিশ নাগরিকদের এই অর্থ ব্যয় করেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, বিশ্ব নেতৃবৃৃন্দ ও প্রতিনিধিরা গত নভেম্বরে কপ-২৬-এ ভ্রমন করেন, যা বানিজ্যিক ফ্লাইটের চেয়ে যাত্রী প্রতি ১৪ গুন বেশী পরিবেশ দূষনকারী ছিলো। বরিস জনসন ও প্রিন্স চার্লস তাদের মধ্যে ছিলেন, যারা এই শীর্ষ সম্মেলনে প্রাইভেট জেট ব্যবহার করেন। রাজ পরিবারের সরকারী ভ্রমনের ব্যয় নির্বাহ করা হয় করদাতাদের অর্থে, ‘সভরেইন গ্রান্ট’- এর মাধ্যমে। ২০১৩-১৪ থেকে ২০২০-২১ অর্থ বছরের সভরেইন গ্রান্ট- এর বার্ষিক হিসাবে প্রকাশিত তথ্য অনুসারে কমপক্ষে ১৩.৫ মিলিয়ন পাউন্ড…

Want to read more?

Please register/login to get premium access on website, smartphone and apps.
Register Login

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button