জরীপে তথ্য প্রকাশ
ব্রেক্সিটের এক বছর, পরিস্থিতি প্রত্যাশার চেয়ে খারাপ
নোমান আহমদ: ইতোমধ্যে ব্রেক্সিটের এক বছর অতিবাহিত হলেও ব্রেক্সিটের পক্ষে ভোটদানকারী ১০ জনের মধ্যে ৬ জনেরও বেশী লোক মনে করেন, অবস্থা খারাপ হয়েছে কিংবা যুক্তরাজ্যের পরিস্থিতি তাদের প্রত্যাশার চেয়ে খারাপ। ব্রেক্সিটের বর্ষপূর্তির এক জরীপে এ তথ্য প্রকাশিত হয়েছে।
এছাড়া অপিয়াম কর্তৃক পরিচালিত জরীপে ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট প্রদানকারীদের ৪২ শতাংশের নেতিবাচক দৃষ্টিভঙ্গী দেখা গেছে ব্রেক্সিটের ফলাফলের ব্যাপারে।
ব্রেক্সিটের পক্ষে ভোটদানকারীদের ২৬ শতাংশ বলেন, পরিস্থিতি তাদের প্রত্যাশার চেয়ে খারাপ। অপরদিকে ১৬ শতাংশ বলেন, ব্রেক্সিটের ফল খারাপ হওয়ার আশংকা ছিলো তাদের এবং আসলেই তা ঘটেছে।
যুক্তরাজ্যের ইইউ-য়ে থাকার পক্ষে ভোট প্রদানকারীদের ৮৬ শতাংশ বলেন, তারা যতোটা খারাপ হওয়ার আশংকা করেছিলেন, বাস্তবে তার চেয়ে বেশী খারাপ হয়েছে। সামগ্রিকভাবে সকল ভোটদাতার মধ্যে মাত্র ১৪ শতাংশ বলেন, ব্রেক্সিটে প্রত্যাশার চেয়ে বেশী ভালো হয়েছে।
অপিনিয়াম- এর অ্যাডাম ড্রুমন্ড বলেন, সবচেয়ে আকর্ষনীয় তথ্য হচ্ছে যে, ব্রেক্সিটের পক্ষাবলম্বনকারীরা এখন ব্রেক্সিটের গুনাবলীর ব্যাপারে পূর্বের চেয়ে বেশী দ্বিধান্বিত। তিনি আরো বলেন, বর্তমানে আমরা ব্রেক্সিটের পক্ষের একটি তাৎপর্যপূর্ন সংখ্যালগিষ্ট লোককে বলতে শুনছি যে, পরিস্থিতি খারাপ হচ্ছে কিংবা অন্তত: আমাদের প্রত্যাশার চেয়ে বেশী খারাপ হয়েছে। ইইউ-য়ে থাকার পক্ষের ৫৯ শতাংশ ভোটদাতা বলেন, পরিস্থিতি খারাপ হওয়ার শংকা ছিলো এবং আমরা মনে করি, তা-ই হয়েছে। শুধুমাত্র ইইউ ত্যাগের পক্ষে ভোটদানকারীদের মাত্র ১৭ শতাংশ বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম ভালো হবে এবং আমরা মনে করি তা-ই হয়েছে। অপরদিকে থাকার পক্ষে মাত্র ৭ শতাংশ মনে করেন, বেক্সিটে প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। আর ত্যাগকারীদের মধ্যে ২৬ শতাংশ বলেন, এটা প্রত্যাশার চেয়ে খারাপ হয়েছে।
কোল্ড চেইন ফেডারেশন- এর চীফ এক্সিকিউটিভ শেইন ব্রেনান বলেন, ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ইইউ-যে পন্য রফতানী ক্ষেত্রে বিস্তর সমস্যার সম্মুখীন হবে, এটা তিনি আগেই আশংকা করেছিলেন।