দরিদ্র দেশগুলোকে ২৯০ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

বিশ্বের দরিদ্র দেশগুলোকে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় ২৯০ মিলিয়ন পাউন্ড অর্থ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৬ এর দ্বিতীয় সপ্তাহে এ ঘোষণা দিলো দেশটি। এ ব্যাপারে বিভিন্ন দেশের সরকারের মন্ত্রীরা গ্লাসগোতে আরো আলোচনা করবেন। কিভাবে এসব দরিদ্র দেশগুলোকে সহায়তা করা হবে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে উত্তরণে ক্ষতিপূরণ দেয়া হবে সে বিষয়ে তারা আলোচনা করবেন।
জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতির শিকার দরিদ্র দেশগুলোর পক্ষ থেকে ১০০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা চাওয়া হয়েছিল।
বিশ্বের ধনী দেশগুলোতে বিশ্বের মোট জনসংখ্যার ১ শতাংশের বাস। তবে এসব দেশ দরিদ্র দেশগুলোর সম্মিলিত কার্বন নিঃসরণের দ্বিগুণ কার্বন নিঃসরণ কারী।
বৃটিশ সরকার বলছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ কমাতে ও কম কার্বন উৎপাদন ভিত্তিক উন্নয়নকাজে এই সহায়তার বেশিরভাগ অর্থ দেয়া হবে । জাতিসংঘের আয়োজনে চলমান জলবায়ু সম্মেলন চলবে আগামী রোববার পর্যন্ত যেখানে আলোচনার প্রধান বিষয়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার উপায় খোঁজা ও তা বাস্তবায়নের অংশগ্রহণকারী দেশগুলোর অঙ্গীকারাবদ্ধ হওয়া।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button