অ্যামাজন নতুন স্টাফদের ১ হাজার পাউন্ড জয়েনিং বোনাস দেবে

যুক্তরাজ্যে ক্রমবর্ধমান কর্মচারী সংকটের প্রেক্ষাপটে অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন তার ওয়্যারহাউজে নতুন নিযুক্ত কর্মচারীদের ১ হাজার পাউন্ড জয়েনিং অর্থাৎ যোগদান উপলক্ষে বোনাস প্রদানের ঘোষণা দিয়েছে।নতুন রিক্রুটদের আকৃষ্ট করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
জবস সাইট ‘ইনডিড‘ অনুসারে, যেসব চাকরিপ্রার্থী ১৮ সেপ্টেম্বরের পূর্বে চাকরি গ্রহণ করবে, তারা সাইন- অন- ফ্রী হিসেবে এই বোনাস পাবে। কর্মচারী পেতে হিমশিম খাওয়া প্রতিষ্ঠানগুলো স্টাফ সংগ্রহে বিভিন্ন প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রার্থীদের আকৃষ্ট করার পন্থা অবলম্বন করছে ।
অনেকের মতে ব্রেক্সিট, করোনাভাইরাস ও ফারলো স্কীমের মাধ্যমে লাখ লাখ শ্রমিক কর্মীদের এখনো সহায়তা প্রদান করার দরুন এ ধরনের সংকট সৃষ্টি হয়েছে। কথিত পিংগডেমিক-এর দ্বারা আতিথেয়তা খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রধান সুপার মার্কেটগুলোসহ কোম্পানিসমূহ যুক্তরাজ্য ব্যাপী এইচডিভি ড্রাইভ সংকটের কারণে তাদের সাপ্লাই চেইনসমূহের সাথে যোগাযোগ স্থাপনে অসুবিধায় পড়েছে।
বিশ্বখ্যাত টেসকো কোম্পানি লরি চালকদের ১ হাজার পাউন্ড জয়েনিং বোনাস প্রদানের কথা ঘোষণা করেছে। অপরদিকে লিউয়িস তাদের গাড়ি চালকদের জন্য বার্ষিক বেতন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে।
মাংস শিল্প বলছে, তারা কসাইখানাগুলো ও প্রসেসিং প্লান্টগুলোতে কারাবন্দি ও সাবেক বন্দীদের নিয়োগদানের প্রত্যাশা করছে।
অফিশিয়াল পরিসংখ্যান অনুসারে, জুলাই পর্যন্ত গত তিন মাসে যুক্তরাজ্যে জব ভ্যাকেন্সি অর্থাৎ পদশশূণ্যতা রেকর্ড সংখ্যক ৯ লাখ ৫৩ হাজারে উন্নীত হয়।
জানা গেছে, জয়েনিং বোনাসের পাশাপাশি অ্যামাজন ঘন্টায় ওভারটাইম ২২.২০ পাউন্ডে বৃদ্ধিকরণসহ ঘন্টায় ১১.১০ পাউন্ড মজুরি প্রদানেরও ঘোষণা দিয়েছে। অ্যামাজন বলেছে প্রার্থীদের অবিলম্বে যোগ দিতে এবং এজন্য তাদের কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button