লন্ডনে ফিলিস্তিনিদের সমর্থনে লক্ষাধিক লোকের বিক্ষোভ

দখলদার ইসরাইলের সাথে চলমান সঙ্ঘাতে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে আজ শনিবার লন্ডনে প্রায় দেড় লাখ বিক্ষোভকারী ইসরাইলি দূতাবাসের সামনে প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া প্যারিসসহ ইউরোপের বিভিন্ন নগরীতে ইসরাইলবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়। লন্ডনের বিক্ষোভ আয়োজনকারীরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ‘নির্মম’ সহিংসতা অবসানে সহায়তা করর জন্য ব্রিটিশ সরকারের সহায়তা কামনা করা হয়।
সাবেক লেবার নেতা জেরেমি করবিন জনতার উদ্দেশে বলেন, সঙ্ঘাতে যারা দুর্ভোগ পোহাচ্ছে তাদের স্বস্তি ও সহায়তা দিয়ে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এসময় আরো যারা বক্তৃতা করেন তাদের মধ্যে রয়েছেন লেবার এমপি জারাহ সুলতানা, র‌্যাপার লকি। বিক্ষোভকারীরা সহিংসতায় নিহত শিশুদের নাম পাঠ করা হয়, তাদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, বিক্ষোভে দেড় লাখ লোক সমবেত হয়েছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button