বাড়ির মালিকেরা ৫ হাজার পাউন্ড পাবেন

ব্রিটেনে গৃহ উন্নয়নে ‘গ্রীন হোমস্ গ্রান্ট’ যে ভাবে আবেদন করবেন

ইংল্যান্ডের বাড়িঘরের মালিকেরা তাদের সম্পত্তিকে অধিকতর জ্বালানী সাশ্রয়ী করার লক্ষ্যে সরকারের কাছে ৫ হাজার পাউন্ড লাভের জন্য আবেদন করতে পারবেন। ইতোমধ্যে এ সংক্রান্ত ‘গ্রীন হোমস গ্রান্ট’ স্কীম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। গত জুলাই মাসে চ্যান্সেলর ঋষি সুনাক তার গ্রীষ্মকালীন বিবৃতির মাধ্যমে এই স্কীম ঘোষনা করেন। যুক্তরাজ্যের কভিড-পীড়িত অর্থনীতিকে চাঙ্গা করতে গৃহীত ৩ বিলিয়ন পাউন্ডের জব প্যাকেজের অংশ এটা। ২ বিলিয়ন পাউন্ডের এই মোট মঞ্জুরী ইনস্যুলেশন, স্বল্প কার্বন হিটিং, ডাবল্ গ্লেজিং এবং পুরোনো বয়লারসমূহ প্রতিস্থাপনসহ বাড়িঘরের উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ৫০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হয়েছে জ্বালানী সাশ্রয়ী ব্যবস্থাসহ রেট্রো-ফিটিং সোশ্যাল হাউজিংয়ের জন্য। এই স্কীমের অধীনে বাড়িঘরের মালিকেরা সরকার থেকে একটি ভাউচার…

Want to read more?

Please register/login to get premium access on website, smartphone and apps.
Register Login

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button