ব্রিটেনে এক চতুর্থাংশ মানুষ পড়ছে নতুন ঘোষিত লকডাউনে

যুক্তরাজ্যে এক চতুর্থাংশ মানুষই পড়ছে নতুন ঘোষিত লকডাউনে। দেশটিতে শনিবার থেকেই চালু হয় লিডস, উইগান, স্টকপোর্ট এবং ব্ল্যাকপুলে বিধিনিষেধ। ফলে এখানকার কেউ আর নিজ বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে যেতে পারবেন না। ওয়েলস, সোয়ানসি এবং লানেলিতে এর ২৪ ঘন্টা পরই এই বিধিনিষেধ আরোপ করা হয়।
খবরে বলা হয়েছে, বৃটেনজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের উচ্চহার ঠেকাতে নতুন করে বাধানিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সংক্রমণের হার বিবেচনায় বিভিন্ন অঞ্চলে লকডাউন ঘোষণা করা হচ্ছে। এতে নতুন এই লকডাউনের মধ্যে পড়েছেন দেশটির প্রতি ৪ জনের ১জন। বুধবার থেকে বাধানিষেধ চলছে স্কটল্যান্ডে। ‘আর’ নাম্বার বৃদ্ধির কারণে এর আগে উদ্বেগ জানিয়েছিল যুক্তরাজ্য সরকার। ‘আর’ নাম্বার হচ্ছে, ১জন করোনা আক্রান্ত ব্যক্তি কতজন নতুন মানুষকে করোনা আক্রান্ত করছে তার সংখ্যা। এটি এক এর নিচে থাকাকে নিরাপদ বিবেচনা করা হয়। তবে সম্প্রতি এটি বৃটেনে বৃদ্ধি পেয়ে ১.২ থেকে ১.৫ এর মধ্যে রয়েছে। ফলে আবারো গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। রাত্রিকালীন কারফিউ জারি রয়েছে ইংল্যান্ডে। এছাড়া, নর্থইস্ট ও নর্থ-ওয়েস্ট ইংল্যান্ডে আরোপ করা হয়েছে নতুন বাধানিষেধ ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button