টেক্সাসে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ২৬

texasটেক্সাসে এক গির্জায় বন্দুকধারীর গুলিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২৫ জন।
স্থানীয় সময় রবিবার বেলা সাড়ে ১১টায় উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিং শহরের ফার্স্ট ব্যাপ্টিস্ট গির্জায় এ হামলার ঘটনা ঘটে। টেক্সাসের গভর্নর মি অ্যাবট ২৬ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ওই অঙ্গরাজের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি। এ ঘটনায় আহত হয়েছেন আরও  প্রায় ২৫ জন।
ঘটনার পরপরই হামলাকারীও নিহত হয়েছেন। তবে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে নাকি তিনি আত্মঘাতী হয়েছেন তা নিশ্চিত নয়।
স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন হামলাকারী গির্জায় ঢুকে গুলি ছুড়তে শুরু করেন। তিনি বছর কুড়ি বয়সের একজন শ্বেতাঙ্গ তরুণ এবং তার পরনে কালো রঙের পোশাক ছিল। এমনই বর্ণনা দেন টেক্সাসের পাবলিক সেফটি ডিপার্টমেন্টের মুখপাত্র।
হামলাকারী গুলিবর্ষণ শুরু করলে তার হাত থেকে স্থানীয় এক ব্যক্তি রাইফেল কেড়ে নেন এবং তার দিকে গুলি ছোড়েন।
এফবিআইয়ের কর্মকর্তারা বলছেন, এখনও পর্যন্ত হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।
ক্যারি মাতুলা নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা সেমি-অটোমেটিক বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছি। আমরা চার্চ থেকে ৫০ গজ দূরে ছিলাম।
হামলার ঘটনার পরপরই এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছেন-  এফবিআই ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। তিনি জাপান থেকে পরিস্থিতির খবর রাখছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button