ইংল্যান্ডের সবচেয়ে গভীর হ্রদ

UKনৈসর্গিক শোভায় হ্রদটি অনন্য। একে ঘিরে আছে মায়াবী পর্বতমালা। অবস্থান ইংল্যান্ডের ওয়াসডেইল উপত্যকায়। নাম ওয়াস্টওয়াটার।
১৯৮৪ সালে মার্গারেট হগ নামে এক মহিলার মৃতদেহ এ হ্রদ থেকে উদ্ধার করা হয়। ১৯৭৬ সালে তাকে হত্যা করে হ্রদটির গভীরে ডুবিয়ে রাখা হয়। তার মৃতদেহ আট বছর পরে উদ্ধার করা হলেও এটি অনেকটা অক্ষত বা মোমের মতো ছিল।
হ্রদটি খুব বেশি বড় নয়। এর দৈর্ঘ্য প্রায় চার দশমিক ছয় কিলোমিটার এবং প্রস্থ ৬০০ মিটার। হ্রদের উপকূলের দৈর্ঘ্য ১১ কিলোমিটার।
ওয়াস্টওয়াটার ইংল্যান্ডের সবচেয়ে গভীর হ্রদ। এর সর্বোচ্চ গভীরতা ৭৯ মিটার (২৫৯ ফুট)। হ্রদটির মালিকানা ন্যাশনাল ট্রাস্টের। তবে পারমাণবিক বর্জ্য পরিশোধন কাজে এ হ্রদের পানি ব্যবহারের জন্য সেলাফিল্ডে পাম্প করে নেয়া হয়। হ্রদটি তুষারের অতি গভীর উপত্যকার সুন্দরতম এক উদাহরণ। হ্রদের উপরিভাগের উচ্চতা সাগরসমতল থেকে ২০০ ফুট কিন্তু এর তলদেশ ৫০ ফুট নিচে।
র্ইর্ট নদীর পানির উৎস এ হ্রদ। আর এ নদীই হ্রদটির পানিনির্গমনপথ। নদীটি পতিত হয় আইরিশ সাগরে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button