ইরান বিরোধী নিষেধাজ্ঞায় এবার ব্রিটেনের অনাগ্রহ

ইরানের পরমাণু কর্মসূচির ওপর আবারও নিষেধাজ্ঞা দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে দেশটি। জাতিসংঘের এ নিয়ে তোড়জোড়ও চালাচ্ছে ট্রাম্পের দেশ। তবে খুব একটা সুবিধা হয়নি। ইরানের ওপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে বৃহস্পতিবার জাতিসংঘে গেছে যুক্তরাষ্ট্র। কিন্তু হালে পানি পায়নি যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে ২০১৫ সালে ছয় জাতি ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু দুই বছর আগে এককভাবে সেই চুক্তি থেকে বের হয়ে আসে যুক্তরাষ্ট্র। তবে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ছয় জাতির চুক্তির অন্য তিন সদস্য দেশ এবং রাশিয়া যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করেছে।
জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স জানিয়েছে, ছয় জাতির মধ্যকার ওই চুক্তি যা জয়েন্ট কমপ্রিহেনসিভ প্লান অব অ্যাকশন নামে পরিচিত, যুক্তরাষ্ট্র সেটির সদস্য নয়। দেশ তিনটি পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানায়। ওই বিবৃতিতে বলা হয়, এ কারণে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালে যুক্তরাষ্ট্রের দাবির সঙ্গে তারা একমত নয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button