তিন মাস লকডাউনে ১৩ হাজার কোটি পাউন্ড ঋণ যুক্তরাজ্যের

২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাসে ১২ হাজার ৮০০ কোটি পাউন্ড ঋণ গ্রহণ করেছে যুক্তরাজ্য সরকার। নভেল করোনাভাইরাস লকডাউনের ওই সময়টায় এ ঋণ গ্রহণ করেছে মহামারীতে মারাত্মকভাবে আক্রান্ত দেশটি। তিন মাসের এ ঋণ গত অর্থবছরের বার্ষিক ঋণের দ্বিগুণেরও বেশি।
বেশির ভাগ অর্থনীতিবিদ মনে করছেন, চলতি বছরে ব্রিটিশ সরকারের ঋণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সর্বোচ্চ হতে যাচ্ছে।
সরকারের পরিসংখ্যান বিভাগ বলছে, গত জুনে রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যাংকবহির্ভূত ঋণের পরিমাণ ৩ হাজার ৫৫০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে; যা গত বছরের একই মাসের তুলনায় পাঁচ গুণ বেশি। তবে অর্থনীতিবিদদের ৪ হাজার ১৫০ কোটি পাউন্ড ঋণ পূর্বাভাসের চেয়ে কম।
এপ্রিল, মে ও জুন—এ তিন মাসে ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ ঋণ গ্রহণ করা হয়েছে। ক্যাপিটাল ইকোনমিকসের যুক্তরাজ্যবিষয়ক অর্থনীতিবিদ থমাস পাগ বলেন, এখনো বেশ উচ্চহারে ঋণের হার বাড়ছে। আমরা মনে করি, পুনরুদ্ধার প্রক্রিয়ায় শ্লথগতি এবং বেকারত্ব হার বৃদ্ধিতে আগামী বাজেটে অতিরিক্ত আর্থিক ব্যয় ঘোষণা করতে হবে সরকারকে। গত সপ্তাহে অর্থমন্ত্রী রিশি সুনাক ৩ হাজার কোটি পাউন্ডের নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button