৫ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা জন লুইস ও বুটসের

যুক্তরাজ্যের হাই স্ট্রিটের শীর্ষ দুই রিটেইলার জন লুইস ও বুটস ৫ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। রিটেইল স্টোর চেইন বুটস চার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। অন্যদিকে জন লুইস তার আটটি স্টোর বন্ধ করায় ১ হাজার ৩০০ কর্মী চাকরি হারাবেন। চ্যান্সেলর রিশি সুনাকের অর্থনৈতিক সহায়তা যে লাখো কর্মীর চাকরি রক্ষায় যথেষ্ট প্রমাণিত হয়নি, সর্বশেষ এ ঘোষণায় তা স্পষ্ট হয়ে উঠেছে।
যুক্তরাজ্য যে মারাত্মক মন্দার মধ্যে পড়তে যাচ্ছে, সেখানে প্রতিটি চাকরি সুরক্ষা সম্ভব নয়—এমনটা স্বীকার করেছেন সুনাক নিজে। কর্মসংস্থান রক্ষায় গত বুধবার বেশকিছু পদক্ষেপ ঘোষণা করেছেন সুনাক। এর মধ্যে আছে সাময়িক ছাঁটাইয়ে পড়া প্রতি কর্মীকে ২০২১ সালের জানুয়ারি নাগাদ ১ হাজার পাউন্ড করে মাসিক সহায়তা দেয়া।
আতিথেয়তা খাতের সুবিধার্থেও বেশকিছু পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে রয়েছে সোমবার থেকে আগামী আগস্ট নাগাদ রেস্টুরেন্টে খাবার গ্রহণকারীদের ৫০ শতাংশ ডিসকাউন্ট দেয়া।
বুটস বলছে, তারা প্রধান কার্যালয় বন্ধের পাশাপাশি তাদের ছয়শরও বেশি বুটস অপটিশিয়ানসের ৪৮টি বন্ধ করার পরিকল্পনা করেছে। কোন আউটলেটগুলো বন্ধ হবে, বুটস এখনো তা নিশ্চিত করেনি। তবে তাদের যে ৭ শতাংশ কর্মী চাকরি হারাবেন তা জানিয়েছে।
জন লুইস বলছে, নভেল করোনাভাইরাস লকডাউন শিথিল হলেও বার্মিংহাম ও ওয়েটফোর্ডের ডিপার্টমেন্ট স্টোরগুলো খুলবে না। ব্রিটিশ রিটেইল চেইনটি আরো জানায়, ভাইরাস প্রাদুর্ভাবের আগে থেকেই তাদের বেশকিছু স্টোর সংকটের মধ্যে ছিল। অন্যদিকে বুটস বলছে, বেশ আগে থেকেই পুরো কার্যক্রম একেবারে ঢেলে সাজানোর পরিকল্পনা চলছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button