তুরস্কের প্রথম হিজাবী পাবলিক প্রসিকিউটর তুবা এরসোজ

তুরস্কের প্রথম হিজাব-পরিহিত পাবলিক প্রসিকিউটর বা সরকারী আইনজীবী হিসাবে নিয়োগ পেয়েছেন তুবা এরসোজ। বুধবার দেশটির বিচারপতি ও প্রসিকিউটর কাউন্সিলের (এইচএসকে) তাকে নিয়োগ করেছে। তুরস্কের বিচারক ও প্রসিকিউটর কাউন্সিল (এইচএসকে) বেশ কয়েকটি প্রদেশ জুড়ে ৪ হাজার ৬২৬ জন বিচারক ও প্রসিকিউটরদেরকে রদবদলের ঘোষণা দিয়েছে। এর অংশ হিসাবে ২০২০ সালের গ্রীষ্মকালীন ডিক্রি অনুসারে এরসোজকে কনিয়ার বেয়াহির জেলাতে প্রধান পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়।
বিচারকদের এবং প্রসিকিউটরদের তাদের নতুন অবস্থানের জন্য অভিনন্দন জানিয়ে তুরস্কের আইন মন্ত্রী আব্দুলহামিত গুল টুইটারে লিখেছেন, ‘আমি বিচারক ও প্রসিকিউটর কাউন্সিল কর্তৃক নিযুক্ত বিচারক ও প্রসিকিউটরদের তাদের নতুন পদে সাফল্য কামনা করি এবং আমি আশা করি এই নিয়োগ বিচার বিভাগের জন্য আরও ভাল ফলাফল নিয়ে আসবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button