লকডাউন শিথিল হলেও ঘরেই থাকছেন ব্রিটিশরা

লন্ডনের ‘কিংস কলেজের’ নতুন এক গবেষণায় দেখা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউন শিথিল করলেও ব্রিটিশ জনগণ ঘরেই থাকছেন। কলেজের পলিসি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ববি ডাফি বলেন, ”ব্রিটিশ সরকারের পরামর্শ সম্ভবত ‘সতর্ক থাকুন’ হিসেবে স্থানান্তর হয়েছিল। কিন্তু এখনো ‘ঘরে থাকুন’ বার্তাটিই মেনে চলছে জনসাধারণ।”
গবেষণায় উঠে এসেছে, আগের সপ্তাহে প্রতি সাত জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন একবারের বেশি বাড়ির বাইরে যায়নি। ৪১ শতাংশ জনগণ গত সাত দিনে পাঁচ বা তার বেশিবার বাইরে বের হয়নি।
ডাফি বলেছেন, এই পরিসংখ্যান বলছে, ‘কোভিড-১৯ সংকটকে কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছে ব্রিটিশরা।’ অনেক বেশি মানুষ মাস্ক পরছে বলে জানিয়েছে গবেষক দল। ছয় সপ্তাহ আগের চেয়েও দ্বিগুণ হারে বেড়েছে মাস্কের ব্যবহার।
এখন পর্যন্ত করোনায় প্রায় দুই লাখ ৬৯ হাজারের বেশি ব্রিটিশ আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন ৩৭ হাজারের বেশি। বর্তমানে আক্রান্ত আর মৃত্যুর হার কমছে চোখে পড়ার মতো। বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয়েছে ২৫৬ জনের।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button